ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

গাংনীতে পুত্রের আঘাতে পিতার মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

মেহেরপুরের গাংনীতে মানসিক প্রতিবন্ধী ছেলে সুজন আলীর ধারালো অস্ত্রের আঘাতে বাবা আফেল উদ্দীন (৬০) খুন হয়েছেন। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আফেল উদ্দীন হাড়াভাঙ্গা কালিতলা পাড়ার ইয়াদ আলীর ছেলে।

আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন জানান, সুজন আলী ও তার বাবা আফেল উদ্দীন দুজনে বাড়িতে থাকাবস্থায় তিনি বাড়ির পার্শ্বে একটি দোকানে ডিম কিনতে যান। সেখান থেকে বাড়ি ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় ছেলে সুজন আলীকে বাড়িতে পাওয়া যায়নি। 

ধারণা করা হচ্ছে, সুজন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে গেছে। 

স্থানীয় ইউপি সদস্য মোঃ মহিবুল ইসলাম বলেন, ইতোপূর্বে সুজন আলী তার বাবাকে মারধর করেছে বলে প্রতিবেশি সূত্রে জানতে পেরেছে। তবে সে মানসিক প্রতিবন্ধী হিসেবে বেশ কিছু দিন রাজশাহী-পাবনা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুজন বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। মানসিক সমস্যার কারণে তার জীবন নষ্ট হয়ে গেছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, সুজন আলী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি