ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মাঠে পাওয়া ব্যাগের মধ্যে মিলল ৬টি স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যশোর সীমান্তের মাঠে পাওয়া একটি ব্যাগ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার চৌগাছা থানার মাসিলা সীমান্তের মাঠ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল (বিজিবিএমএস, জি+) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মাসিলা সীমান্তের সীমান্ত পিলার ৩৯ এর নিকট মাঠের মধ্যে একটি ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগের মধ্যে তল্লাশি করে ৬ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭০০ গ্রাম। স্বর্ণের বাজার মূল্য ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, যশোর ৪৯ ব্যাটালিয়ন সীমান্তে বিজিবির টহল জোরদার অবস্থায় রয়েছে। যার ফলশ্রুতিতে সীমান্তরক্ষীরা সীমান্তে গোয়েন্দা তথ্য প্রাপ্তির সাথে সাথেই তড়িৎ গতিতে অভিযান পরিচালনা করে এ স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়েছে। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি