ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

দীঘিনালায় পাথর বোঝাই ট্রাকসহ ভেঙ্গে পড়েছে বেইলি ব্রিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৭ মার্চ ২০২৩

খাগড়াছড়ি দীঘিনালায় মাইনী নদীর উপর স্থাপিত মাইনী বেইলি সেতুটি পাথর বোঝাই ট্রাকসহ ভেঙ্গে পড়েছে। 

মঙ্গলবার সকালে সাজেকগামী ট্রাকটি সেতু পার হবার সময় এ দুর্ঘটনা হয়। সেতুটি ভেঙ্গে পড়ায় সাজেক ও বাঘাইছড়ির সাথে যোগাযোগ ব্যহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা পায়ে হেটে নদী পারাপার হচ্ছেন। ২০ ইসিবির উপ- অধিনায়ক মেজর আবু নোমান মোঃ মঈনুল ইসলাম জানান, সেতুটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

২০১৭ সালে এই সেতুটি আরো একবার অতিরিক্ত মাল বহনের কারনে ভেঙ্গে গিয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি