ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ভিয়েতনাম থেকে মোংলায় এলো বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৩, ১৯ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:৪৬, ১৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী এম ভি এভার চ্যাম্পিয়ন জাহাজ। 

রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। সেতুর ১৪১১ দশমিক ৬২৯১ মেট্রিকটন পণ্য নিয়ে জাহাজটি গত ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর ছেড়ে আসে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

 জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী বলেন, ৭ মার্চ ছেড়ে আসা ১৪৪ প্যাকেজের এক হাজার ৪১১ দশমিক ৬২৯১ মেট্টিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে আজ সকালে আসে। এখন জাহাজ থেকে সেই পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে খালাস শেষে নৌ পথে সেগুলো যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে এই সেতুর মেশিনারি পণ্য নিয়ে গত ৫ মার্চ মোংলা বন্দরে আসে হাইডং-৯ জাহাজ। এ জাহাজে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য আসে। সেগুলোও ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি