ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ফেসবুক লাইভে এসে শিক্ষার্থীর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি     

প্রকাশিত : ১৪:১৮, ২৭ মার্চ ২০২৩ | আপডেট: ১৪:২০, ২৭ মার্চ ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

নাটোরের গুরুদাসপুরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন এসএসসি পরীক্ষার্থী রনজু আহমেদ।

রোববার দিবাগত রাত আনুমানিক ১টার সময় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাইভ চালু করে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন রনজু।

নিহত শিক্ষার্থী রঞ্জু আহমেদ কাছিকাটা এলাকার হরফ আলীর ছেলে। সে উপজেলার কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

রনজু রোববার দিবাগত রাত ১টায় ফেসবুকে লাইভ চালু করে সেখানে লিখেন “হেরে গেছি, বিদায়- ভালো থেকো তুমি এ পৃথিবী।”

লাইভ চলার প্রায় ৯ মিনিটের সময় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে রশি থেকে তাকে নামালেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন রনজু।

নিহত শিক্ষার্থীর সহপাঠী সৌরভ হাসান শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কি কারণে রঞ্জু আত্মহত্যা করলো তা এখনও জানতে পারিনি। তবে আমারা এই ঘটনায় মর্মাহত।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি