ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

নিখোঁজের একদিন পর ভ্যানচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৬, ২৭ মার্চ ২০২৩

নওগাঁর মান্দায় নিখোঁজের একদিন পর আজিজুল হক মণ্ডল (৫০) নামে ব্যাটারী চালিত অটোচার্জার ভ্যানের চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে আন্ধারসুরা বিল এলাকায় শিবনদের বাঁধের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আজিজুল হক উপজেলার কুসুম্বা হাজীপাড়া গ্রামের মৃত পরশতুল্যা মণ্ডলের ছেলে। তবে বস্তাবন্দি লাশ উদ্ধার হলেও তার ভ্যানগাড়ি ও মোবাইলটির কোনো হদিস পাওয়া যায়নি।

আজিজুল হকের স্ত্রী বেবী বেগম বলেন, ‘প্রতিদিনের মতো গত শনিবার সকাল ৯টার দিকে আমার স্বামী আজিজুল হক ভাড়ার উদ্দেশ্যে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় তাঁর মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধ্যান পাওয়া যায়নি।’ 

নিহতের ছেলে বেলাল হোসেন বলেন,‘গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে আমি থানায় হাজির হয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি (সাধারণ ডায়েরি) লিখে নিচ্ছিলাম। জিডি লেখা শেষে ডিউটি অফিসারের স্বাক্ষর নিতে গিয়ে জানতে পারি আন্ধারসুরা বিলের বাঁধের পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে সেটি বাবার লাশ সনাক্ত করি।’

ছেলে বেলাল হোসেন আরও বলেন, বাবার লাশ সেখানে পড়ে ছিল সেখান থেকে অন্তত ৫০ গজ দুরে তাঁর পরনের লুঙ্গি, স্যান্ডেল ও মানিব্যাগ পাওয়া যায়। চার্জার ভ্যান ও মোবাইল ফোনের এখন পর্যন্ত খোঁজ মেলেনি।  

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে আন্ধারসুরা বিলের শিবনদের বাঁধের পাশ থেকে আজিজুল হক নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজিজুল হককে শ্বাসরোধে হত্যা করে তাঁর ভ্যান ও মোবাইল ফোন ছিনিয়ে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

ওসি তদন্ত আরও বলেন, ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে লাশটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি