ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১২, ১৯ এপ্রিল ২০২৩ | আপডেট: ০৯:২০, ১৯ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। ফলে মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের।

বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় বাড়ি যেতে ভিড় করছেন যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে  চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানবাহনের চাপ রয়েছে। 

এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় দিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। সকাল থেকেই এখানে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। 

তবে গরমে কারণে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়া অতিরিক্ত ভাড়া নেয়ারও অভিযোগ যাত্রীদের।

ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও  যানজট নিরসনে মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি