ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শোলাকিয়ায় দেশের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২২ এপ্রিল ২০২৩ | আপডেট: ১২:১৫, ২২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রেওয়াজ অনুযায়ী, বন্দুকের ফাঁকা গুলির শব্দের মাধ্যমে আজ শনিবার সকাল ১০টায় জামাত শুরু হয়।  এ জামাতে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি মহান আল্লাহর কাছে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। 

ঈদুল ফিতরের ১৯৬তম জামাতে অংশ নিতে সকাল থেকে দূরদূরান্তের মুসল্লিরা দলে দলে মাঠে আসেন। সকাল সোয়া ৯টার দিকে মাঠ কানায় কানায় ভরে যায়। 

দেশের সবচেয়ে বড় এই ঈদের জামাত নির্বিঘ্নে করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছিল স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয়েছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং জেলা পুলিশের সহস্রাধিক সদস্য। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি