ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ঈদের দিনেও দৌলতদিয়া হয়ে ঘরমুখী শত শত মানুষ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫০, ২২ এপ্রিল ২০২৩

ঈদের দিনেও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে ঘরমুখী হচ্ছে শত শত মানুষ। প্রতিটি লঞ্চ ও ফেরিতে মানুষের ভিড় দেখা গেছে। 

তবে আজ শনিবারও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।

ঈদের আগে যেসব মানুষ অতিরিক্ত গরম ও মহাসড়কের ভিড়ে ঝামেলা মনে করে ঘরে ফিরেননি আজ ঈদের দিন স্বস্তিতে ঘরে ফিরছেন তারা। রাস্তায় কোন ধরনের দুর্ভোগ পোহাতে হয়নি, ভালোভাবেই ফেরি ও লঞ্চে তারা নদী পারাপার হয়েছেন।

যাত্রীরা জানান, ঈদের আগের দিন ঘরমুখো মানুষের অনেক চাপ থাকে এবং পরিবার নিয়ে দুর্ভোগের কারণে তারা আজ ঈদের দিন বাড়ি ফিরছেন। তবে আজও বাস ও ছোট ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে বলে জানান তারা।

রাজবাড়ী ট্রাফি সার্জন প্রশান্ত কুমার মৌলুক বলেন, ট্রাফিক পুলিশ সর্বদাই দৌলতদিয়া ঘাটে ঈদ যাত্রীদের দুর্ভোগ কমাতে দায়িত্ব পালন করে আসছে। ঈদ পরবর্তি কর্মমুখী মানুষ যাতে আবার দৌলতদিয়া ঘাট হয়ে কর্মে ফিরতে পারেন সে লক্ষ্যে তারা সার্বক্ষণিক কাজ করছেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি