ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বগুড়ার প্রধান ডাকঘরের প্রহরীকে খুন করে ডাকাতির চেষ্টা

বগুড়া প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৫, ২৪ এপ্রিল ২০২৩

বগুড়ায় জেলা প্রধান ডাকঘরে ডাকাতি ও প্রশান্ত আচার্য্য নামে এক অফিস সহায়ককে খুন করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রাতের কোনো এক সময় প্রশান্তকে হত্যা করে দুর্বৃত্তরা। 
ঈদ উপলক্ষে ডাকঘরে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রশান্ত আচার্য্য বগুড়া শাহজাহানপুরের বেজোড়া ঘাট এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ।

প্রশান্তের ভাই গোবিন্দ আচার্য্য জানান, ঈদের কারণে ভাইয়ের ডাকঘরে রাতের ডিউটি ছিল। আমিও এখানে চাকরি করি। সকালে অফিসের বারান্দায় ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের বড়ভাই পরেশ আচার্য জানান, প্রশান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ডাকাতির কোন ঘটনা ঘটেনি। হত্যার ঘটনা চাপা দিতে ডাকাতির নাটক সাজানো হয়েছে। অফিসের অনেকেই প্রশান্তকে হিংসে করতো৷ তাদের ধরলেই জানা যাবে কিভাবে কি হয়েছে।

ডাকঘরের সহকারী পোস্টমাস্টার রাকিব বিশ্বাস বলেন, প্রশান্তকে খুন করা ছাড়াও আমাদের বেশ কিছু টাকা পয়সা খোয়া গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে এটিকে ডাকাতির চেষ্টা মনে হয়েছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রশান্তকে খুন করেছে৷ জিজ্ঞাসাবাদের জন্য তার ভাই গোবিন্দকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে পোস্ট অফিসের কিছু খোঁয়া গেছে কিনা এটি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। 

সবগুলো দিক সামনে রেখেই তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি