ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দুই সিটির ভোট গ্রহণ শেষ, ফলের অপেক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১২ জুন ২০২৩ | আপডেট: ১৮:৩৪, ১২ জুন ২০২৩

Ekushey Television Ltd.

দুই সিটিতে ভোট গ্রহণ শেষ। এখর গণনার পালা। দিনভর শান্তিপূর্ণভাবে চলেছে ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রে ছিল নির্বাচন কমিশনের কড়া নজরদারি। উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিয়ে খুশি ভোটাররা। ভোট নিয়ে সন্তুষ্ট ও জয়ে আশাবাদী সব প্রার্থীই। ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট চলে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত। 

খুলনায় কেন্দ্রে কেন্দ্রে লম্বা লাইনে অপেক্ষার পর স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে উচ্ছ্বসিত ভোটাররা। 

কিছু অভিযোগ থাকলেও জনগণের রায় মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন খুলনা সিটির মেয়র প্রার্থীরা। 

বরিশালেও উৎসাহের সঙ্গে ভোট দেন ভোটাররা। পুরুষের চেয়ে বেশি ছিলো নারীদের উপস্থিতি। 

ভোট নিয়ে তেমন কোনো অভিযোগ নেই মেয়র প্রার্থীদের। জয়ে আশাবাদী সবাই।

বরিশালে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

এদিকে খুলনা সিটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

দুই সিটির সব কেন্দ্রে ছিলেন পুলিশ ও আনসার সদস্যরা। টহল দেয় র‌্যাব ও বিজিবিও। ঢাকায় কমিশন কার্যালয়ে সিসিটিভি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করেন সিইসি-সহ নির্বাচন কমিশনাররা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি