ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

বজ্রপাতে সুনামগঞ্জে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ১৭ জুন ২০২৩

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (১৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের আব্দুল মালেক (৬০), বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের শিশু মিয়ার পুত্র জয়নাল মিয়া (৪০), ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা য়ায়, বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের জয়নাল মিয়া ও সেলিম মিয়া নদীতে কাজ করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এদিকে দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের আব্দুল মালেক নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ জানান, সুনামগঞ্জের দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি