ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩০, ১৭ জুন ২০২৩ | আপডেট: ২১:৫৭, ১৭ জুন ২০২৩

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলা ও পোরশা উপজেলা এলাকার বিভিন্ন স্থানে বজ্রপাতে কৃষকসহ ৪ জন নিহত হয়েছে। শনিবার (১৮ জুন) বিকেলে সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে পত্নীতলা উপজেলায় ৩ জন এবং পোরশা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান, আজ বিকেলে বজ্রপাতে উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫) এবং মো. মোতাহার হোসেন (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। এরা দুইজনেই কৃষক। এছাড়া একই উপজেলার দিবর ইউনিয়নের ছোটমনহরন্দি গ্রামের মাসুদ রানা (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। ওই যুবক পত্নীতলা কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানায়।

এদিকে নওগাঁর পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল হক জানান, আজ বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়ে বজ্রপাতে আজিজুল হক (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল হক উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি