ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কলেজছাত্রী মুক্তা হত্যায় যুবকের ফাঁসির আদেশ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০, ৫ জুলাই ২০২৩ | আপডেট: ১৫:৩৭, ৫ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে কলেজছাত্রী বেনজীর জাহান মুক্তাকে গলাকেটে হত্যার দায়ে প্রেমিকা সোহাগ মীর (২৫)কে মৃতদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ আদেশ প্রদান করেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ মীর এজলাসে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রুস্তম আলী। 

দণ্ডপ্রাপ্ত সোহাগ কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামের সোবহান মীরার ছেলে। হত্যাকাণ্ডের শিকার বেনজির জাহান মুক্তা জেলার নলছিটি উপজেলার বাড়ইকরণ গ্রামের জাহাঙ্গির হালদারের মেয়ে ও ঝালকাঠি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সকালে মুক্তা কলেজে রওনা দিলে বাড়ির সামনে সোহাগের সঙ্গে দেখা হলে ব্যবহৃত মুঠো ফোনটি নিয়ে যায় সোহাগ। দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোবাইলটি ফেরত দেয়ার কথা বলে। মুক্তা বাড়িতে গেলে ঘরের মুঠোফোনে কল দিয়ে মোবাইল দেয়ার কথা বলে কাপুড়িয়া বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার উপরে বটগাছের নীচে আসতে বলে। 

সেখানে আসার পর পুর্বপরিকল্পিতভাবে সঙ্গে থাকা চাকু দিয়ে মুক্তার গলায় ছুরিকাঘাত করে সোহাগ। পরে মুক্তা গলা চেপে ধরে চিৎকার করে বাড়িতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এঘটনায় মুক্তার পিতা জাহাঙ্গির হাওলাদার বাদী হয়ে পরের দিন ৫ ফেব্রুয়ারি নলছিটি থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা নলছিটির থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম ওই বছরের ৩১ অক্টোবর আদালতে সোহাগকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমাদেন। আদালত ২০২১ সালের ২২ সেপ্টম্বরে চার্জ গঠন করে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ আদেশ দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি