ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

শতবছর বয়সী বাবাকে মারধর করে ঘর ছাড়া করল ছেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের রায়পুরে ১শ’ বছর বয়সি বৃদ্ধ বাবাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন তার ছেলে আব্দুর রহিম (৫৫), ছেলের স্ত্রী তাহমিনা আক্তার (৩৮) ও নাতি তানজির হোসেন লিংকন (২২)।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ভুক্তভোগী লুৎফর রহমান (১০০) তার ছেলে, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

লুৎপুর রহমানের মেয়ে খাদিজা আক্তার রুমা জানান, দুপুরে বাবার বাড়ি এসে দেখি বাবাকে আমার একমাত্র ভাই, তার বউ ও নাতি মারধর করে রক্তাক্ত করেছে। ঘর থেকে বের করে দিয়েছে। তারপর আমি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

গত ৩ বছর আগে  প্রায় ১ কোটি টাকার সম্পত্তি বাবার থেকে জোরপূর্বক লিখে নিয়ে যায় তারা। সম্পত্তি নেওয়ার পর থেকে বাবার উপর অত্যাচার করে যাচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, বৃদ্ধ লুৎফর রহমান থানায় এসে লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি