ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

পরীক্ষামূলক উৎপাদনে গেল পলাশ ইউরিয়া সার কারখানা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ১৪ অক্টোবর ২০২৩ | আপডেট: ১২:৩১, ১৪ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

নির্ধারিত সময়ের দুই মাস আগেই কাজ সম্পন্ন করে পরীক্ষামূলক সার উৎপাদন শুরু করেছে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। 

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কারখানার ইউরিয়া সার উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

এসময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, এখন থেকে কৃষককে সারের পেছনে দৌড়াতে হবে না, সার কৃষকের পেছনে দৌড়াবে। আরেকটা কারখানা চালু করা গেলে বিদেশ থেকে আর সার আমাদানী করতে হবে না। সারাবিশ্বে যখন টালমাটাল অবস্থা তখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং কৃষকদের কথা ভেবে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানান মন্ত্রী।

বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়ার সার উৎপাদন ক্ষমতা সম্পন্ন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব এই কারখানাটি নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি