ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

গাজীপুরে শ্রমিকদের ছোঁড়া ইটে এএসপি ও পরিদর্শক আহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ৪ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৪:৪০, ৪ নভেম্বর ২০২৩

গাজীপুরের  নতুন বাজার এলাকায় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে শ্রমিকদের ছোঁড়া ইটে শিল্প পুলিশের এএসপিসহ এক পরিদর্শক আহত হন।

শনিবার দুপুরে এসএম নিট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সকাল থেকে সদর উপজেলার নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন শুরু করে। এসময় আন্দোলনেত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। 

শ্রমিকদের নিবৃত করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলসহ গুলি ছুঁড়লে আন্দোলনসহ শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২ এর এক সহকারি পুলিশ সুপার ও এক পরিদর্শকসহ এক শ্রমিক আহত হন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, পুলিশ প্রথমে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে। কিন্তু তারা কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে শিল্প পুলিশের এএসপি  ও পরিদর্শক আহত হন। 

শিল্প পুলিশের এএসপি জামাল উদ্দিন জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি