ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

রামগতিতে দুই যুবককে পিষে মারল ট্রাক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪২, ১০ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী ট্রাকের চাপায় আরিফ (১৮) ও মোমিন (২০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের রামদয়াল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরিফ রামগতি উপজেলার চর আলগী গ্রামের জামালের বাড়ির মো. সেলিমের ছেলে এবং মোমিন একই বাড়ির মনির হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে আরিফ ও মোমিন নামে ওই দুই যুবক মোটরসাইকেলে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে দুইজনই ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি