ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

মুন্সীগঞ্জে পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ১০ নভেম্বর ২০২৩

মুন্সীগঞ্জের নিমতলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে লেগুনা ও  পিকআপের মুখোমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। তারা সবাই লেগুনার যাত্রী ছিলেন।

জানা গেছে,শুক্রবার মাওয়াগামী সার্ভিস সড়কের কুচিয়ামোড়া কলেজগেট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বরিশাল সদরের মৃত রবিন্দ্র চক্রবর্তীর ছেলে নির্মল চক্রবতী (৪০) ও তার স্ত্রী কনক চক্রবর্তী (৩৫)। 

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, ঢাকাগামী মালবাহী একটি পিকআপের সাথে মাওয়াগামী একটি লেগুনার মুখোমুখী সংঘর্ষ হলে লেগুনার ৪ যাত্রী আহত হয়। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর সংকটাপন্ন অবস্থায় স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তাদের মৃত্যু হয়। আহত দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পিকআপ ও লেগুনা আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি