ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০২৪

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় নানি-নাতির মত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২৬ নভেম্বর ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে এক সড়ক দুর্ঘটনায় নানী-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার বিকালে মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী লেনে কুমিল্লা থেকে ছেড়ে আসা এশিয়া এয়ারকন নামের একটি যাত্রীবাহী বাস নানী-নাতিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। 

নিহতরা হলেন জোহরা বেগম (৫২) ও তার ৮ মাসের নাতি আবদুল্লাহ ((মেয়ে সন্তান)। জোহরা গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী এবং আবদুল্লাহর বাবার নাম রাসেল। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরা বেগম তার মেয়ে সুফিয়া খাতুন ও সুফিয়ার ছেলে আবদুল্লাহ সোনারগাঁও যাওয়ার উদেশ্যে বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নিহত জোহরা বেগমের কোলে ছিল আবদুল্লাহ। ঘাতক বাসটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই জোহরা ও আবদুল্লাহ মারা যান। 

এ সময় সুফিয়াও সামান্য আহত হন।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ও গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি