ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

নতুন আলুর দাম কমলেও বেড়েছে পুরাতন আলুর

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ৪ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে গত দুই সপ্তাহ ধরে বাজারে নতুন আলু উঠলেও কমেনি পুরাতন আলুর দাম। বরং পুরাতন আলুর কেজিতে বেড়েছে ৫ টাকা। 

নতুন আলু বাজারে আসার পর দুই থেকে তিনবার আলুর বাজার দর বেড়েছে। গত দুই দিন আগে প্রতি কেজি পুরাতন আলু ৪৫ টাকা বিক্রি হলেও  গতকাল থেকে আবার ৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন আলু ১শ'  ২০ টাকা থেকে কমে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

ব্যবসায়ীরা জানান, গত দুই সপ্তাহ আগে বাজারে নতুন আলু উঠেছে। নতুন আলুর দাম ১২০ টাকা থেকে কমে বর্তমানে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পুরাতন আলুর দাম ৫ টাকা বেড়ে  ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে পুরাতন আলু মণ প্রতি ২০০ টাকা বেড়েছে। তাই খুচরা বাজারে কেজিত ৫ টাকা বাড়িয়ে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, বাজারে নতুন আলু উঠলে দাম কমার কথা অথচ পুরাতন আলুর দাম কেজিতে আরও ৫ টাকা বেড়েছে। আলুর দাম নিয়ন্ত্রণে না থাকায় বাজার দর বেড়েই চলছে। বাজার নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দরকার বলে মনে করেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি