ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে লুটের মাল উদ্ধার করতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ৭ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৫:৩৩, ৭ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে লুট হওয়া স্বর্ণ উদ্ধার করতে গিয়ে হামলার আহত হয়েছেন ৪ পুলিশ সদস্যসহ ৫ জন।

বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। রংপুরের একটি দোকান থেকে স্বর্ণ লুটের মালামাল উদ্ধার করতে কালিয়াকৈরে আসে পীরগঞ্জ থানা পুলিশ। 

পুলিশ জানায়, গত রাতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার একটি জুয়েলার্সে লুট হওয়া মালামালের সন্ধান পেলে তা উদ্ধার করতে যায় পুলিশের ওই দলটি। এ সময় দোকানের মালিক ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময়  ৪ পুলিশ সদস্যসহ মামলার বাদী আহত হন। 

পুলিশের কাছে থাকা কয়েক রাউন্ড গুলি ছিনিয়ে নেয় হামলাকারীরা। এছাড়া পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসটির  জানালার গ্লাস ভাঙচুরও করে তারা।

পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান ,এ ঘটনায় ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি