ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পেঁয়াজের দর কেজিতে বেড়েছে ২০ টাকা 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ১৭ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে গত দুই দিন ধরে পেঁয়াজের বাজার দর উর্ধ্বমুখী। দুই দিনের ব্যবধানে নতুন মুড়িকাটা পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকা ধরে। পাইকারী বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় মণ প্রতি ৫শ’ থেকে ৬শ’ টাকা বেড়েছে।

বর্তমানে প্রতি মণ নতুন পেঁয়াজ কিনতে হচ্ছে ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ২শ’ টাকা মণ দরে। যা গত তিন চারদিন আগেও বিক্রি হয়েছে ৩ হাজার ৬শ’ টাকায়। পাইকারী বাজারে কেজি প্রতি দাম বেড়েছে ২০ টাকা। 

তবে পুরাতন ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ বাজারে ঘাটতি থাকলেও আগের দামেই ১২০ কেজিতে বিক্রি করতে দেখা গেছে।

বর্তমানে খুচরা বাজারে নতুন এ মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। যা গত দুই দিন আগে বিক্রি হয়েছে ৮৫-৯০ টাকা কেজিতে।

ব্যবসায়ীরা জানান, গত তিন চারদিন ধরে পাইকারী বাজারে পেঁয়াজ সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। দাম কম থাকায় পেঁয়াজ চাষিরা ক্ষেত থেকে পেঁয়াজ তুলছেন কম। এ কারণে বাজারে ঘাটতি দেখা দেওয়ায় দাম কিছুটা বেড়েছে। এতে খুচরা বাজারে দাম বেড়ে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি