ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

গাজীপুরে জামাই মেলায় বাহারি মাছের সমাহার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩, ১৫ জানুয়ারি ২০২৪

গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইল গ্রামে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে জামাই মেলা। স্টলে স্টলে সাজিয়ে রাখা হয়েছে বোয়াল, আইড়, রুই, কাতলা, চিতল, মৃগেল, কালীবাউশ, গ্রাস কার্প, সিলভার কার্পসহ বাহারি অনেক মাছ। চলছে মাছ কেনার প্রতিযোগিতা।

সোমবার ভোর থেকে দিনব্যাপী এই জামাই মেলায় দূরদূরান্ত থেকে ক্রেতারা আসছেন মাছ কিনতে। আশেপাশের অঞ্চলের জামাইরা এই মাছ বেশি ক্রয় করেন বলে একে জামাই মেলা বলা হয়েছে।

বিলের ধারে বসানো এ মেলায় বাহারি মাছের জন্য বিখ্যাত।

সকাল থেকে এই মেলায় মাছ নিয়ে চলছে হাঁকডাক ও দরদাম। ছোট মাছ থেকে শুরু বিভিন্ন ওজনের মাছও আছে মেলাতে। আশপাশের গ্রামের লোকজন নিয়ে মাছ কিনতে মেলায় এসেছেন। কেউ কেউ শুধু ঘুরতেও এসেছেন। 

প্রতিবছর পৌষ সংক্রান্তি দিনে কালীগঞ্জের বিনিরাইল গ্রামে জামাই মেলা বসে। যদিও এবার মেলাটি একদিন পিছিয়ে পহেলা মাঘে অনুষ্ঠিত হচ্ছে। 

মেলায় শুধু মাছের সমাহার নয়, আছে বড় মাছ কেনারও প্রতিযোগিতা। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি