ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

ডুবন্ত ফেরি উদ্ধারে পাটুরিয়ায় যাচ্ছে হামজা-রুস্তম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১৭ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১১:৪৭, ১৭ জানুয়ারি ২০২৪

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাকে উদ্ধারের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। 

বুধবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র ট্রাফিক বিভাগের পরিচালক জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে , বুধবার (১৭ জানুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা দৌলতদিয়া ঘাট হতে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। একই সাথে মাওয়া ঘাট থেকে রুস্তমও যাত্রা শুরু করেছে। 

ঘন কুয়াশার কারণে উদ্ধারকারী জাহাজ দুটির যাত্রায় বিলম্ব ঘটে।

ঘাটের প্রাথমিক তথ্য মতে, বাল্কহেডের ধাক্কায় ফেরিটিতে কোনো যাত্রীবাহী পরিবহন ছিল না। তবে ৯টি পণ্যবাহী পরিবহন ফেরির সঙ্গে পানিতে ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ফেরিটি উদ্ধারে দুটি উদ্ধারকারী জাহাজকে এক সঙ্গে ডাকা হয়েছে।

এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফেরি ‘রজনীগন্ধা’ ঘন কুয়াশায় পাটুয়ারিয়ার ৫ নম্বর ঘাটের কাছে আটকে পড়ে নদীতে নোঙর করে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি বাল্কহেড ফেরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। 

এরপর ডুবতে থাকে ফেরিটি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি