ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

রাজবাড়ী সদর হাসপাতালে শীতজনিত রোগীর চাপ, বেড সংকট

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ২৬ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে এবছর শীতের প্রকোপে ঠাণ্ডায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। শিশু ও বয়স্ক রোগির সংখ্যাই বেশি।

ঠাণ্ডায় ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, কাশ, সর্দিসহ নানা রোগে আক্রান্তরাই হাসপাতালে বেশি আসছেন।

ভর্তি রোগীর পাশাপাশি আউটডোরেও রোগীর চাপ বেশি দেখা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষও রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

রাজবাড়ীর সদর হাসপাতালে বেশি ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে শিশু ও বয়স্ক রেগীরা।

শয্যা না পেয়ে অনেক রোগীদের মেঝেতেও চিকিৎসা নিতে দেখা গেছে। তবে তাদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

একশ’ বেডের হাসপাতালে প্রতিদিনই আড়াই শতাধিক রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। আর আউটডোরে চিকিৎসা সেবা নিচ্ছে প্রতিদিন এক হাজারেরও বেশি রোগী। এর মধ্যে ঠান্ডায় আক্রান্ত রেগীর সংখ্যাই বেশি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি