ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৪

বিজিবি’র বিশেষ অভিযানে কলারোয়া উপজেলার কুটিবাড়ি সীমান্ত থেকে ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।

সাতক্ষীরার ৩৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক জানান, গোপন খবরের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবি সদস্যরা কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের দিকে পায়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। 

ফেলে যাওয়া ওই ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৫ কোটি টাকা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বুধবার বিজিবি’র পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি