ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে পিতা-পুত্রসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২৪

টাঙ্গাইলের কালিহাতিতে পিতা-পুত্র সহ তিনজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেললাইনে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এ এস আই মো.তৈয়ুব আলী।

নিহ‌তরা হ‌লেন রাজশাহীর বেলপুকুর থানার মা‌হিন্দ্রা গ্রা‌মের আলম মন্ড‌লের ছে‌লে শ‌রিফ (৪০), না‌টোরের বড়াইগ্রাম থানার আলাউদ্দি‌নের ছে‌লে রতন (৩২) এবং তার ছয় বছর বয়সী ছেলে সা‌নি।

টাঙ্গাইল রেলস্টেশন মাষ্টার মো.নাজমুল হুদা বকুল জানান শুক্রবার রাত সাড়ে আটটায় এই দুর্ঘটনা ঘটে। । চিলাহাটি ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তাৎক্ষনিক তিনজন কাটা পড়ে নিহত হন।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ আলী আকবর জানান, ঘটনাস্থলে থেকে তিনজনের মরদেহে উদ্ধার করে আইনের প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়াও মরদেহে জেনারেল হাসপাতালে নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি