ঢাকা, বুধবার   ১৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারীজ মালামাল নিয়ে মোংলা বন্দরে আসা লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এস,টি সোফিয়া থেকে চলছে পণ্য খালাসের কাজ।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এই খালাসের কাজ চলছে। 

একই সাথে খালাসকৃত পণ্য সড়ক পথে নেয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে। এর আগে শনিবার রাতে এ জাহাজটি মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে ১ হাজার ৬৮১ মেট্টিক টন মেশিনারীজ পণ্য এসেছে।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্টের সিনিয়র অপারেশন ম্যানেজার অসিম কুমার সাহা জানান, জাহাজটি গত ৫ জানুয়ারি রাশিয়ার সেন্ট পিটার্সবাগ বন্দর থেকে রূপপুরের মেশিনারীজ পণ্য নিয়ে ছেড়ে আসে। এরপর শনিবার (৩ জানুয়ারি) রাতে মোংলা বন্দর জেটিতে ভিড়ে জাহাজটি। জাহাজটি হতে রাতের পালা থেকেই পণ্য খালাস শুরু হয়। 

আগামী ২-৩ দিনের মধ্যে জাহাজটির সমুদয় পণ্য খালাস করে বন্দর ত্যাগ করবে এস,টি সোফিয়া। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি