ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাদ থেকে পড়ে ভাড়াটিয়ার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাদ থেকে পড়ে এক ভাড়াটিয়া যুবকের মৃত্যু হয়েছে।

নিহত কামাল পাশা (৩২) সিরাজগঞ্জ সদর উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মজনু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নার্সিং সুপারভাইজার ডলি আক্তার তার স্বামীকে নিয়ে গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সকালে ডলি আক্তার হাসপাতালে দায়িত্ব পালনে গেলে বাড়িতে একাই ছিলেন স্বামী কামাল পাশা। হঠাৎ করে তিনি বাড়ির ছাদের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিনতলা থেকে পড়ে যান। 

পরে স্থানীয়রা বেলা ১২টার দিকে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেছেন, মারা যাবার পর লাশ দাফনের জন্য তার পরিবার বাড়িতে নিয়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি