ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শ্রদ্ধা জানাতে স্পেন থেকে বাইকে এলেন দুই ভাষাপ্রেমী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্পেন থেকে মোটরসাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন ফ্লোরিডা ও ম্যাগনিফিসেন্ট নামে দুই বাংলাভাষাপ্রেমী। এসময় তাদের দেখতে সীমান্তে উৎসুক জনতা ভিড় জমায়। 

২১ ফেব্রুয়ারিতে তারা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

সোমবার সকালের দিকে স্পেনের এই দুই বিদেশি নাগরিক ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্টে পৌঁছায়।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ভারতের কলকতা থেকে ১০ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধি দল বাইসাইকেল চালিয়ে বাংলাদেশ আসেন শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্য।

জানা যায়, ভাষার জন্য কোন জাতির জীবন ত্যাগ সে ইতিহাস একমাত্র বাঙালির রয়েছে। বাংলা ভাষার এ ইতিহাস-ঐতিহ্য ও গৌরবের  কারণে বিশ্ব আজ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে দিবসটি পালিত হচ্ছে।

ভারত ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক যারা বাংলা ভাষাপ্রেমী ও সামাজিক সংগঠন প্রতিবছর বাইসাইকেল ও মোটরসাইকেল চালিয়ে এবং কেউ পায়ে হেঁটে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি