ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে স্বামীকে ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী শাহিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত শাহিদা বেগম বালিয়াকান্দির বংকুর গ্রামের মৃত আশরাফ সানার স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়ি বিক্রি করা নিয়ে পারিবারিক কলোহের জের ধরে ২০১২ সালের ৪ ডিসেম্বর রাজবাড়ী বালিয়াকান্দির বংকুর গ্রামে স্বামী আশরাফ সানা ও স্ত্রী শাহিদা বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ের শাহিদা বেগমকে লোহার রড দিয়ে মারতে যায় তার স্বামী। ধস্তাধস্তি করে স্বামীর হাতের রড কেড়ে নিয়ে তার মাথায় বারি মারে স্ত্রী। 

পরে লোহার শাবল নিয়ে পুনরায় তার মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই আশরাফ সানার মৃত্যু হয়।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি উজির আলী শেখ এর সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি