ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মায় ভাসছিল নারীর অর্ধগলিত মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৬, ১০ মার্চ ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

পদ্মা নদীর রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুপুর চর এলাকা থেকে এক নারী অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার সন্ধ্যায় পাংশা মডেল থানা পুলিশের সদস্যরা ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা স্বীকার করে পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শনিবার বিকালে রাজবাড়ী ও পাবনার সীমন্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানিতে ওই মরদেহটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তারা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। 

অর্ধ গলিত হওয়ায় মরদেহটি নারীর বোঝা গেলেও বয়স ও চেহারা বোঝা যাচ্ছে না। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি