ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ট্রাক চালকের সীটের নীচে দেড় কেজি হেরোইন, আটক ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৭, ১৭ মার্চ ২০২৪ | আপডেট: ১৫:২৮, ১৭ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় দেড় কেজি হেরোইন ও বহনকারী ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানাযন জিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার খায়রুল আলম। 

তিনি জানান,গাজীপুরের সদর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে একটি ট্রাক আটক করে। পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে চালকের সিটের নীচ থেকে প্রায় দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এসময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন ফাহাদ হোসেন ও সাফাত হোসেন।

তারা দুজনেই চাঁপাইনবাবগঞ্জর সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি