ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

কুয়াকাটা সৈকতে হাজার হাজার মৃত জেলিফিশ

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫০, ২৫ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে হাজার হাজার মৃত জেলিফিশ। গত কয়েদিন ধরে সৈকতের পশ্চিম প্রান্তে থাকা তিন নদীর মোহনাসহ বিভিন্ন পয়েন্টে এসব মৃত জেলিফিশ দেখা যাচ্ছে। 

সাগরে জেলিফিশের পরিমাণ বেড়ে যাওয়ায় গত দুই সপ্তাহ ধরে গভীর সমুদ্রগামী জেলেরা মাছধরা বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন উপকূলীয় জেলেরা। 

এদিকে মরা জেলিফিশের পঁচা দুর্গন্ধে অনেকটা বিরক্ত পর্যটকসহ স্থানীয়রা। 

কচ্ছপের প্রধান খাবার জেলিফিশ। সমুদ্রে কচ্ছপের পরিমাণ কমছে অথবা সাগরের গভীরে অক্সিজেন হ্রাসের সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জেলিফিশের সংখ্যা বাড়তে পারে বলে জানান গবেষকরা। 

তবে আগামী ১৫ দিনের মধ্যে সাগরে এ জেলিফিশের সংখ্যা কমে যেতে পারে বলেও তারা মতামত ব্যক্ত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি