ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

পাংশায় স্কুলসহ ৮টি দোকান আগুনে পুড়ে ছাই

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০১, ২৫ মার্চ ২০২৪

রাজবাড়ীর পাংশায় একটি কিন্ডার গার্ডেন স্কুলসহ আটটি দোকান আগুনে পুড়ে গেছে। 

রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পোরসভার পারনারায়ণপুর এলাকায় এঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত তিনটার দিকে হঠাৎ অগ্নিকাণ্ড হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে আটটি দোকানসহ একটি কিন্ডার গার্ডেন স্কুল পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি