ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

রাজবাড়ীতে নবম বাংলা উৎসব উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২২, ১৯ এপ্রিল ২০২৪

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী নবম বাংলা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও অর্থনিতীবিদ ড. আতিউর রহমান।

এসময় তিনি বলেন, একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি বাংলা ভাষিক রাষ্ট্র পেয়েছি। আমাদের আশা, নতুন প্রজন্ম বাংলা ভাষার চর্চা আরও বাড়াবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় শুধু বাংলা ভাষা নয় বাংলা সাহিত্য চর্চা হবে। এই সমাজকে সচেতন রাখার জন্য এই ধরনের বাংলা উৎসব আরও বেশি বেশি প্রয়োজন।

ড. আতিউর রহমান বলেন, সমাজটা কেমন যেন বিভাজিত হয়ে যাচ্ছে। নানা কুসংস্কার বাসা বেধেছে। তবে প্রগতিশীল একটি সবুজ পৃথিবী গড়বার জন্য আমাদের চেষ্টা, আমাদের শিক্ষা ব্যবস্থা সবকিছু মিলে আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়বো এবং তরুণ প্রজন্মকে তার সঙ্গে যুক্ত রাখবো সেই অঙ্গীকার করি আজকের এই বাংলা উৎসবে।

এসময় তিনি রাজবাড়ীতে এর আগেও এ অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। রাজবাড়ীর কালচার, কৃষ্টি ও সংস্কৃতি অনেক শক্তিশালী বলেন তিনি। সবশেষে রাজবাড়ীকে তিনি তার ভালোলাগার একটি স্থান বলে জানান।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় বাংলা উৎসব স্মরনিকা মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রাজবাড়ী একাডেমির আয়োজনে অনুষ্ঠানের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সাধারণ সম্পাদক ডা. মো. ইকবাল হোসেন প্রমুখ।

উৎসবটি ৯ম বারের মত পালিত হচ্ছে। আয়োজকরা জানান ধীরে ধীরে উৎসবটি সার্বজনীন একটি রূপ পাচ্ছে। বিশেষ করে আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে অনন্য সুযোগ এনে দিয়েছে উৎসবটি। 

এবার প্রথমবারের মত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা হয়। এছাড়া দেয়াল পত্রিকা, অভিধান থেকে শব্দ বের করা, চিত্রাংকন প্রতিযোগীতা, তাৎক্ষণিক কুইজ, আবৃত্তি প্রতিযোগীতা ও বর্ণমিছিলের মাধ্যমে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশেপদক প্রাপ্ত অভিনেতা, আবৃত্তিকার লেখক জয়ন্ত চট্রোপাধ্যায়। 

শেষ দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি