ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলেন সেলিম প্রধান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৯, ২১ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। 

রোববার (২১ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আশিকুর রহমান খানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সেলিম প্রধান বলেন, সব জায়গায় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন করছে। তবে আমি একজন এমন প্রার্থী যে পেশায় একজন ব্যবসায়ী। আমি নমিনেশন জমা দিয়েছি। তবে আমার নির্বাচনের পথে অনেক বাধা এসেছে, আরও আসবে। আমি কাজ করে যাবো, কোন বাধা আমাকে আটকাতে পারবে না।

মামলা প্রসঙ্গে তিনি বলেন, আমার আইনগত বিষয়গুলো সব স্পষ্ট। মামলাগুলো সব চলমান রয়েছে। আইনের কোন রকমের ফাঁক নেই। তবে অনেকে অনেক কিছু প্রচার করার চেষ্টা করতেছে, যেগুলো মিথ্যা ও বানোয়াট বিষয়। আপনারা কেউ এসবে কর্ণপাত করবেন না।

তিনি আরও বলেন, সেলিম প্রধান ক্যাসিনো ডন না। একটা বাহিনীর সাবেক প্রধান কর্মকর্তার দুই ভাই ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। তবে সরকার আমার বিপক্ষে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন খলিল মোক্তার ও সেলিম আহমেদ ডালিমসহ প্রমুখ।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপে ১৬১ উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ করা হবে। 

সেলিম প্রধানের প্রতিদ্বন্দ্বী হিসেবে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর পুত্র পাপ্পা গাজী, হাবিবুর রহমান হাবিব, তমাল আহমেদের নাম শোনা যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি