ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০২৪

মুন্সীগঞ্জের বিলে মিললো কিশোরের গলাকাটা লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৫, ৫ মে ২০২৪

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল ৯টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া গ্রামের দেউলবাড়ি বিল থেকে কিশোরের লাশ উদ্ধার করে।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাহেরপড়া গ্রামের দেউলবাড়ি বিলে লাশ পড়ে থাকতে দেখে টঙ্গীবাড়ি থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অনুমান ১৭-১৮ বছর বয়সী কিশোরের লাশ উদ্ধার করে। 

কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি আরও জানান, দুর্বৃত্তরা কিশোরকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি