ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাজমুলের পরিবারে বইছে উৎসবের আমেজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ১৫ মে ২০২৪

Ekushey Television Ltd.

সোমালিয়ান জলদস্যুদের বন্দীদশায় আটকে থাকা এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক সরকারের প্রচেষ্টায় মুক্ত হয়ে মঙ্গলবার দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজন সিরাজগঞ্জের নাজমুল হক হানিফ। 

আজ বুধবার ভোরে নিজবাড়ী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর-নুরনগর গ্রামে পরিবারের কাছে ফিরে আসেন নাজমুল হক হানিফ। 

এর আগে মঙ্গলবার রাতে চট্রগ্রাম থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

সকাল থেকে নাজমুল হকের পরিবারে চলছে উৎসব আমেজ। তাকে বরেন করতে কোনো কমতি রাখেননি স্বজনরা।

সন্তান নাজমুলকে দেখেই জড়িয়ে ধরেন তার মা নার্গিস বেগম। পরম আদরে বুকে তুলে নেন সন্তানকে। নাজমুলকে পেয়ে অশ্রু ধরে রাখতে পারেননি তার বাবা-মা। 

জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে দেশে পরিবারের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত নাজমুল হক।

নাজমুল বলেন, ওখান থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে আসার মন-মানসিকতা তৈরি হয়। পোর্টে আসার পর দেখি হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে। দেখে খুবই ভালো লাগে। এরপর বাড়িতে আসা। স্বজনদের পেয়ে আনন্দিত।

                                                                    সন্তান ফিরে আসায় মিষ্টি বিতরণ
  
সুস্থভাবে নাবিক নাজমুলসহ ২৩ নাবিককে দেশে ফিরিয়ে আনায় বাংলাদেশ সরকার ও জাহাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবার ও স্বজনেরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি