ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

নাটোরে গোপাল ভোগ আম আহরণ শুরু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ২৫ মে ২০২৪

‘কৃষি সমৃদ্ধি’ প্রতিপাদকে সামনে রেখে নাটোরে গোপাল ভোগ আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার (২৫ মে) সকাল আটটার দিকে সদর উপজেলার কামারদিয়ার এলাকার একটি বাগানে এই আম সংগ্রহের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল ওয়াদুদ। অতিরিক্ত কৃষি অফিসার সোনিয়া পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক লুৎফুন্নাহার। 

এছাড়া সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা, আম চাষি এবং ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি