ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০২৪

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ৫ জুন ২০২৪

মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটিবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের লঞ্চঘাটের অদূরে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাল্কহেডে থাকা পাঁচজন স্টাফকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

বাল্কহেডে ধাক্কা লাগায় যাত্রীবাহী লঞ্চটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর চরমুলতান এলাকায়  যাচ্ছিল। পথিমধ্যে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে বক্তাবলির উদ্দেশ্যে মাটি বোঝাই করে আসা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি নদীতে ডুবে যায়। 

এ সময় বাল্কহেডে থাকা পাঁচ স্টাফকে স্থানীয়রা উদ্ধার করে লঞ্চঘাটে নিয়ে আসেন। 

অপরদিকে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ নিরাপদে তীরে নোঙর করে। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সদরঘাট থেকে অপর একটি লঞ্চ আসে। ওই লঞ্চটি এসে দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি