ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

বজ্রপাতে সদ্য বিবাহিত প্রবাসী যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৪, ১১ জুন ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মো: সোহাগ (২৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনমাস আগে বিয়ে করার জন্য ছুটিতে দেশে আসেন তিনি।

সোমবার (১০ জুন) দুপুরের উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে এ ঘটনা ঘটে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুস সালামের ছেলে। 

পরিবারের লোকজন জানায়, সকালে সোহাগ বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে ১০/১৫টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি