ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫, ২০ জুন ২০২৪

ফরিদপুরের মধুখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি সোহান ওরফে টেরা সোহান (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্যাম্পের সদস্যরা। 

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। পরে সোহানকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে র‌্যাব।  

র‌্যাব জানায়, জেলার মধুখালী এলাকায় বসবাসকারী ৭ম শ্রেণীর স্কুলছাত্রী (১৩) গত ২৮ মে সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরবর্তীতে স্কুল ছুটি হওয়ার পরও সে বাড়িতে না ফিরলে তার পিতাসহ পরিবারের লোকজন নিকটাত্মীয় স্বজনদের বাসায় এবং বিভিন্ন জায়গায় খুঁজাখোঁজি করতে থাকেন। কোথাও তার সন্ধান না পেয়ে পরদিন ২৯ মে মেয়ের পিতা মধুখালী থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। 

পরে শিশুটিকে খুঁজে পেয়ে নিখোঁজের কারণ জিজ্ঞাসা করলে সে জানায় গত ১ জুন রাত আনুমানিক দেড়টার দিকে যুবক তুহিনসহ অজ্ঞাত আরও ২ জন তাকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তাকে তুহিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তুহিন, সোহান ও অন্তর তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি