ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

নাটোরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ৩০ জুন ২০২৪

নাটোরের লালপুরে শিউলী বেগম (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর হাত মোড়ানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পরকীয়ার সম্পর্কে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায় প্রেমিক। 

শনিবার (২৯ জুন) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাচুরা গ্রামে। শিউলী খাতুন একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তেনাচুরা গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলী বেগম গত তিনদিন যাবত মামা পরিচয়ে এক অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে একই ঘরে বসবাস করছিল। সকালে স্থানীয়রা ডাকাডাকি করেও শিউলির কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে শিউলীর হাত মোড়ানো মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি