ঢাকা, রবিবার   ১৫ সেপ্টেম্বর ২০২৪

কসবায় ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২, ২৮ জুলাই ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় ইমরুল হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার কদমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল কসবা পৌর শহরের আড়াইবাড়ি গ্রামের ইমতিয়াজ হোসেনের ছেলে। ইমরুল কসবা পৌর শহরের আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে ইমরুল সাইকেল নিয়ে কদমতলী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর ইমরুলকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি