ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

প্রকাশ্যে ক্ষমা চাইলেন দুলু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ২১ আগস্ট ২০২৪

শেখ হাসিনার ছবি দেখালে পত্রিকা-টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে এমন মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে সদ্য পদাবনতি পাওয়া বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় দুলু গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষমা চান। 

রুহুল কুদ্দুস দুলু বলেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু গত ১৬ তারিখে যারা এই সরকারের (শেখ হাসিনা সরকারের) পক্ষ নিয়ে টিকিয়ে রেখেছিল তাদের কথা বলতে গিয়ে মুখ ফসকে সমস্ত পত্রিকার কথা বলে ফেলেছি। এজন্য আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন, তাহলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 

দুলু আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়েছিলেন ইটিভির চেয়ারম্যান আব্দুস সালামসহ বিভিন্ন গণমাধ্যম। ইটিভিতে তারেক জিয়ার বক্তব্য প্রচার করায় আব্দুস সালামকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছিল। তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। আব্দুস সালাম কারাগারে থাকা অবস্থায় তার মানবেতর জীবন কাটানোর কথা আমাদের বলেছেন। শুধু ইটিভি নয় বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি পত্রিকাসহ টেলিভিশন। শুধু বিএনপির কর্মী নয় মিথ্যা মামলায় নির্যাতনসহ হয়রানি করা হয়েছে গণমাধ্যম মালিক ও কর্মীদের। 

বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ ১৬ বছর লুটপাট করেছে,বাড়ি দখল করেছে। জমি ও পুকুর দখল করেছে। টেন্ডারবাজি করেছে। মানুষকে ব্যবসা করতে দেয়নি। মানুষ আওয়ামী সরকারের কাছে জিম্মি হয়েছিল। ৫ আগষ্ট থেকে সবাই মুক্ত। এখন থেকে নাটোরে কোন চাঁদাবাজী, লুটপাট, বাড়ি ও পুকুর দখল করতে দেয়া হবেনা। আমাদের নেতা তারেক রহমান সকলকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। 

স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ বক্তৃতা করেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি