ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০২৪

পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ২২ আগস্ট ২০২৪

স্রোতের তীব্রতা দেখা দিয়েছে পদ্মায়। এতে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ে পাটুরিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে ২০/২৫ মিনিট সময় লাগলেও বর্তমানে সময় লাগছে দ্বিগুনেরও বেশি। 

বর্তমানে প্রতিটি ফেরি চলাচল করতে এক ঘন্টা সময় ব্যয় হচ্ছে। অতিরিক্ত সময় লাগছে ৩০ মিনিটেরও বেশি। 
কাঁচামাল ও বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ট্রাক সময়মত গন্তব্যে পৌঁছাতে পারছেনা।

এদিকে স্রোতের তীব্রতায় লঞ্চ চলাচলেও দ্বিগুনের বেশি সময় লাগছে, চলাচল করছে ঝুঁকি নিয়ে। সময় বেশি লাগায় জ্বালানি খরচও বেশি লাগছে।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে নদীতে প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে। এতে তীব্র হয়েছে স্রোতও। একারণে ফেরি চলাচলে সময় লাগছে দ্বিগুনেরও বেশি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ইউটিলিটি, কে-টাইপ ও রোরো ফেরি মিলে ১০টি ফেরি চলাচল করছে। ফেরিঘাট সচল রয়েছে ৩টি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি