ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

রাজবাড়ীতে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমলো ১০ টাকা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ২৪ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের প্রতি কেজিতে কমেছে ১০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ১শ’ টাকা কেজি দরে। মণ প্রতি কমেছে  ২ থেকে ৩শ’ টাকা।

সপ্তাহের শেষ দিকে প্রতি কেজি দেশী পেঁয়াজ যেখানে বিক্রি হয়েছে ১১০ টাকা কেজিতে। চলতি সপ্তাহের শুরু থেকে পেঁয়াজের কেঁজিতে ১০ টাকা কমে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা কেজিতে। 

ক্রেতারা জানান, বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে এখনও বাজার দর ঊর্দ্ধগতি। আজ ১০ টাকা কমে ১শ’ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের বাজার দর এখনও অনেক বেশি। বাজার দর আরো কমাতে প্রশাসনিক নজরদারী প্রয়োজন বলে জানান তারা। 

ব্যবসায়ীরা জানান, গত তিনদিন ধরে পেঁয়াজের বাজার দর কমেছে। পাইকারী বাজারে মণ প্রতি প্রায় ৩শ’ টাকা কমেছে। বর্তমানে প্রতি মণ দেশী পেঁয়াজ কিনতে হচ্ছে তিন হাজার ৭-৮শ’ টাকায়। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি