ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

দাদার সঙ্গে যমুনায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের দাদার সঙ্গে গোসলে নেমে তারা নদীতে নিখোঁজ হয়েছিল।

এরা হলো উপজেলার কুরকি গ্রামের মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লার ছেলে হযরত আলী (৭) ও জাহাঙ্গীর মোল্লার মেয়ে জান্নাতি (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

নিহতের পরিবার জানায়, বুধবার বিকালে তাদের দাদা আব্দুর রহিম মোল্লা কুরকি গ্রামের যমুনা নদীতে গোসল করতে গেলে শিশু হযরত আলী ও জান্নাতি সাথে যায়। 

হঠাৎ তারা দাদার অগোচরে নদীতে তলিয়ে গেলে পরিবারে আহাজারি ও খোঁজাখুঁজি শুরু হয়। 
বৃহস্পতিবার সকালে নদীর জোতবাড়া এলাকা থেকে তাদের ভেসে ওঠা লাশ স্থানীয়রা উদ্ধার করে।
এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি